সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে জাপান
বিশ্বের বিভিন্ন দেশে ভারতের পক্ষ থেকে প্রতিনিধিরা গেছেন ভারত-পাক পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা দিতে। বৃহস্পতিবার একটি দল আলোচনা করেন জাপানের প্রশাসনের সঙ্গে - যেই দলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জাপানের সরকারি স্তরের প্রতিনিধিদের সঙ্গে এদিন একের পর এক বৈঠকে অভিষেকরা পাকিস্তানের সন্ত্রাসী মুখোশ খুলে দিয়েছেন। পাশাপাশি ভারত যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে অপারেশন সিঁদুর চালিয়েছে এবং সফল হয়েছে সেই চিত্রও তুলে ধরেছেন ভারতীয় প্রতিনিধিরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতিকে সমর্থন করেছে জাপানও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে তারা পাশে রয়েছে বলেই এদিন জাপানের শীর্ষ স্তর থেকে বার্তা দেওয়া হয়েছে অভিষেকদের। জাপানে পা রেখেই এদিন টোকিওতে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অভিষেক-সহ সংসদীয় দলের প্রতিনিধিরা।
তারপরই তাঁরা চলে যান টোকিওতে ভারতীয় দূতাবাসে। সেখানে ভারতের রাষ্ট্রদূত সি বি জর্জের সঙ্গে বৈঠক করে ভারতীয় প্রতিনিধিদল। জর্জ তাঁদের কর্মসূচি সম্পর্কে বুঝিয়ে দেন। তিনি জানান, “জাপান সেই দেশগুলির মধ্যে অন্যতম যারা পহেলগাঁও হামলার পরই শোকপ্রকাশ করেছিল। আমরা আগামী দিনেও সন্ত্রাস রুখতে জাপানের সাহায্য প্রত্যাশা করছি।” জাপানের নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান তাকাশি এন্ডো অভিষেকদের সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের পাশে থাকার কথা জানান।