এবার মদন মিত্রের বিরুদ্ধে রুল জারি আদালতের
কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (CSTC)- টাকা পয়সা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। অভিযোগ তাদের আবারপ্রাপ্ত কর্মচারীরা পিএফের টাকা পাচ্ছেন না। এই নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে। প্রসঙ্গত অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের কয়েক হাজার কোটি টাকা মেটানো হয়নি। এই নিয়ে মামলায় তৃণমূল বিধায়ক তথা সিএসটিসি-র এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন মিত্র-সহ কয়েকজনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এই রুল জারি করেছে। মদন-সহ রাজ্যের অর্থসচিব, সিএসটিসি-র চিফ ম্যানেজিং ডিরেক্টেরকে আগামী ৪ জুলাই হাইকোর্টে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
সিএসটিসি-র কর্মচারীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট রয়েছে। যেখানে প্রত্যেক মাসে কর্মচারীদের বেতনের একটা অংশ কেটে রাখা হয়। যাতে অবসরের পর এর সুবিধা পান কর্মচারীরা। কিন্তু, সিএসটিসি-র অবসরপ্রাপ্ত কর্মচারীরা অভিযোগ তোলেন, অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না। গত বছর এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। গত বছরের জুলাইয়ে হাইকোর্ট প্রভিডেন্ট ফান্ডের টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ সত্ত্বেও প্রভিডেন্ট ফান্ডের টাকা না পাওয়ায় গত বছরের ডিসেম্বরে আদালত অবমাননার মামলা হয়। এরপর একাধিকবার মামলার শুনানি হয়েছে। গতকাল মামলার শুনানিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় জানতে চান, কেন এখনও অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা মেটানো হয়নি। এরপরই মদন মিত্র-সহ তিনজনের বিরুদ্ধে রুল জারি করেন।