পৌর কর্মচারীদের সম্মেলন গোবরডাঙ্গায়
পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের ডাকে রবিবার দুপুরে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার গোবরডাঙ্গা এলাকায় একটি সম্মেলন করা হলো। সম্মেলন শুরুতেই রাজ্যসভার সাংসদের হাত দিয়ে প্রদীপ জ্বালিয়ে করা হয়,ও গান ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
গোবরডাঙ্গা পৌর টাউনহলে এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসির কয়েকজন নেতৃত্ব। ও বনগাঁ সাংগঠনিক জেলার দুটি পৌরসভার পৌর চেয়ারম্যান ও কাউন্সিলারা,এ ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। পৌর কর্মচারীদের অভাব অভিযোগের নানা কথা এদিনের সম্মেলনের মাধ্যমে উঠে আসে। দাবিগুলি আগামী দিনে কমিটিতে আলোচনা হবে বলে জানা গিয়েছে।