রাস্তার খারাপের কারণে পথেই প্রসব!
বারবার প্রশাসনের দারস্ত হয়েও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যার ফলে ওই রাস্তা দিয়ে পারাপার করতে অসুবিধার সম্মুখীন হয় প্রত্যেককেই। সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলেন নারায়ণগড়ের সুব্রত সিং। ভোরে প্রসব যন্ত্রণায় কাতর স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তাঁর। পাকা রাস্তায় কাদামাটিতে বসে যায় গাড়ির চাকা। এমন পরিস্থিতি হয়, আশাকর্মী মানসী পাত্র গাড়িতেই প্রসব করানোর ব্যবস্থা করেন। পথে সন্তানের জন্ম দেন সুব্রতর স্ত্রী সোনালি। পরে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন ভালো আছেন সোনালি ও তাঁর সদ্যোজাত ছেলে।
