একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ গ্রেফতার এক
বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মসুরডাঙ্গা এলাকায় একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ একজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম ইউনূস শেখ (৫৫)। বাড়ি বহরমপুর থানার নগড়াজাল এলাকায়। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার মসুরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ সহ ইউনূস শেখকে হাতেনাতে পাকড়াও করে। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ।
সুত্রের খবর পুলিশের প্রাথমিক অনুমান, ইউনূস শেখ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ একজন স্থানীয় ব্যক্তির কাছে বিক্রি করার পরিকল্পনা করছিল। সেই সময়েই পুলিশ হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ।
শুক্রবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পাঠায় পুলিশ।ধৃতকে জিজ্ঞাসাবাদে করে অস্ত্র পাচার চক্রের হদিস পাওয়ার জন্য পুলিশ হেফাজতের আবেদন জানান হরিহরপাড়া থানার পুলিশ বলে জানাযায়।
