দিল্লিতে জরুরি বৈঠকে তৃণমূলের সংসদীয় দল
অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নিদেশে। তাঁকে ছাড়াই মঙ্গলবার দিল্লিতে বসছে তৃণমূলের সংসদীয় দলের মিটিং। যদিও এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সফরে বেরিয়েছেন। গতকাল অর্থাৎ সোমবার তিনি উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় একটি বৈঠকে। সেখানকার রাষ্ট্র নেতৃত্বদের নিজের ভাষণের মাধ্যমে অভিষেক বুঝিয়েছেন অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তা। এরপর যাবেন ইন্দোনেশিয়া, মালেশিয়া ও সিঙ্গাপুর। সম্প্রতি, ভারত-পাকিস্তানের মধ্যে চলা সংঘর্ষ ও পরবর্তীতে হওয়া বিরতিতে সরকারের ভূমিকা নিয়ে সঠিক ধারণা পেতে কলকাতা থেকেই সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফাঁকে বলে রাখা ভাল, এই বিশেষ অধিবেশনের দাবি তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে কংগ্রেসও।
সূত্রের খবর, ঘাসফুল শিবিরের নয়াদিল্লিতে আয়োজিত সংসদীয় বৈঠকে আলোচনা হতে পারে, কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ এবং গত কয়েক মাস ধরে রাজ্য থেকে পাশ হওয়া যে বিলগুলি রাষ্ট্রপতির দরবারে আটকে রয়েছে। বৈঠকে কথা হতে পারে সেই নিয়েও। তবে আলোচনার বিষয়বস্তু এখনও ভাসছে জল্পনা। মুখে কুলুুপ এঁটেই রেখেছে তৃণমূল শিবির।
