পাঁচলাখি শাড়ি বাঁকুড়া থেকে সোজা চলে যাচ্ছে বিদেশে
একটা শাড়ির দাম পাঁচ লক্ষ টাকা! ভাবা যায়! আর এই শাড়ি তৈরি হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। চাহিদা তুঙ্গে! এই শাড়ি পাড়ি দিচ্ছে বিদেশে। এক লাখ, তিন লাখ, ও পাঁচ লাখের এই শাড়ির নাম একলাখি, তিনলাখি এবং পাঁচলাখি। কোন শাড়ির কথা বলা হচ্ছে ভাবছেন তো? এটা আসলে অত্যন্ত প্রাচীন একটি শিল্প, নাম বালুচরি। বাঁকুড়ার বিষ্ণুপুরের বালুচরি শাড়ি বিখ্যাত গোটা বিশ্বে। বিভিন্ন সংস্থার হাত ধরে এই শাড়ি পৌঁছে যাচ্ছে দেশ থেকে বিদেশের প্রতিটি কোণায়।
সম্পূর্ণরূপে হাতে বোনা, ভেষজ রং ব্যবহৃত এই শাড়ি তৈরি করতে সময় লাগে দুই থেকে পাঁচ মাস। বিষ্ণুপুরের স্বনামধন্য বালুচরি শিল্পী অমিতাভ পাল প্রায় নিয়মিত তৈরি করে থাকেন উচ্চমূল্যের এই শাড়িগুলি। অমিতাভ পাল বলেন, ” আমার শাড়ি ‘তন্তুজ’র মাধ্যমে জার্মান, ফ্রান্সে পৌঁছে যাচ্ছে। ন্যাচারাল কালার-এর উপরে যে শাড়ি তৈরি করা হয়, সেই শাড়ির উপরেই যদি অলংকরণ বৃদ্ধি করা যায়, তা হলে বিদেশে অনায়াসে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করা যায় শাড়িগুলি। রয়েছে দেড় লাখ টাকার শাড়িও। লক্ষ লক্ষ টাকার এই শাড়ি দেখলে চোখ কপালে উঠবে। এক-একটা শাড়ি যেন এক-একটা গল্প।"
