প্রয়াত অভিনেতা মুকুল দেব - বিনোদন জগতে শোকের ছায়া
শনিবার সকালে দুঃসংবাদ। আচমকাই প্রয়াত অভিনেতা মুকুল দেব। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং আইসিইউ-তে ভর্তি ছিলেন। মুকুলের মৃত্যুর খবরে বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। জানা যাচ্ছে, শুক্রবারই মৃত্যু হয়েছে অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।
মুকুল দেব বলিউডে নিজের সফর শুরু করেন ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে। এরপর তিনি ‘কিলা’, ‘বজুদ’, ‘কোহারাম’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সন অফ সরদার’, ‘আর… রাজকুমার’ এবং ‘জয় হো’-এর মতো অনেক সিনেমায় অভিনয় করেছেন। তিনি শুধু হিন্দি নয়, বাংলা, পঞ্জাবি, মালয়ালম, কন্নড় এবং তেলেগু ভাষার সিনেমাতেও কাজ করেছেন। অনেক জনপ্রিয় টিভি শো ‘মুমকিন’, ‘কহানি ঘর ঘর কি’, ‘ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া’ অভিনয় করেছেন মুকুল।