ময়নাগুড়ি থানার নতুন উদ্যোগ
নিজের আস্ত একটি বাড়ি রয়েছে। পরিবার নিয়ে দিব্যি থেকেও আরো বেশ কিছু খালি ঘর রয়েছে। কিছুটা বাড়তি আয়ের লক্ষ্যে ঘর ভাড়া দিতে চান। অবশ্য সর্বত্রই এখন ঘর ভাড়া পাওয়া যায়। কিন্তু প্রশাসনের কাছে ভাড়াটিয়াদের যাবতীয় তথ্য পৌঁছে দেওয়াটা বাধ্যতামূলক। এতদিন ধরে বাড়ির মালিক থানায় গিয়ে ভাড়াটিয়াদের তথ্য দিয়ে আসতো। তবে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুলিশের বিশেষ উদ্যোগে এবার আরো যেন মুশকিল আসান হল। বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের তথ্য নিয়ে আর ছুটতে হবে না থানায় । একেবারে নিজের বাড়িতে বসেই অনলাইনে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য পুলিশকে পৌঁছে দেওয়ার নতুন পদ্ধতি নিয়ে এলো ময়নাগুড়ি পুলিশ। এদিন জলপাইগুড়ি জেলা পুলিশের ময়নাগুড়ি থানার তরফে ময়নাগুড়ির বিভিন্ন শহর এবং গ্রামীণ এলাকার বিভিন্ন বাড়িতে পুলিশ নিজে উপস্থিত থেকে সমস্ত কিছুই বুঝিয়ে দিলেন কিভাবে বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের তথ্য প্রশাসন নেবে। বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সুবিধার্থে বিশেষ এপ চালু করা হয়েছে যা অনলাইন মারফত আপনার স্মার্টফোনের মাধ্যমে পরিচালনা করা যাবে। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সামনে তুলে ধরেন।