সবাইকে সাবধানে থাকতে বললেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী সকলকে সাবধানে থাকার বার্তা দিলেন। বুধবারের বৈঠকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি, আইসি এবং ওসিদের সর্তক থাকার কথা বলেন মমতা। পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদেরও সাবধান করেন। মমতা জানান, ভিনরাজ্য থেকে কেউ কেউ ঢুকে স্থানীয়দের ব্যক্তিগত তথ্য নিয়ে চলে যাচ্ছে। মমতা তাই বলেছেন, ‘সবাই সাবধানে থাকুন। বাইরে থেকে এসে কোনও জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। আবার কেউ যেন ব্যক্তিগত তথ্যও হাতিয়ে না নিতে পারে।’ তাই ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করতে বারণ করেছেন মমতা। ইতিমধ্যে খবরে প্রকাশ যে সীমান্ত এলাকায় কিছু জঙ্গি প্রবেশ করার চেষ্টা করছে।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আসন্ন বর্ষা নিয়ে উত্তরবঙ্গের মানুষদের বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই একাধিক জেলায় ভারী বৃষ্টিও হয়েছে। উত্তর সিকিম ধসে বিপর্যস্ত। তিস্তা–সহ একাধিক নদী ফুঁসছে। উত্তরবঙ্গের নদীগুলিতেও জল বাড়ার আশঙ্কা রয়েছে। সেসব দিক খতিয়েই উত্তরবঙ্গের জেলা প্রশাসনকে সতর্ক থাকতে আগাম নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বর্ষার আগে প্রয়োজনীয় কাজকর্ম শেষ করতেও তিনি নির্দেশ দেন। এ ছাড়াও তিনি ভেজাল ওষুধ নিয়ে মানুষকে সচেতন করে বলেন, কোনো ওষুধ নিয়ে সন্দেহ হলেই তার ছবি তুলে পুলিশকে জানানোর কথা বলেন।
