আজকের আবহাওয়া
বেশ কয়েকদিন ধরেই বিকেলের দিকে কাল বৈশাখীর ঝড় বৃষ্টি হচ্ছে। বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় খুবই ভালো বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। কোথাও তার দাপট থাকবে কম। কোথাও বেশি। বৃষ্টির জেরে তাপমাত্রাও খুব একটা বাড়বে না। বৃহস্পতিতে অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে। শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। জেলার পাশাপাশি ভিজতে পারে কলকাতাও। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। আপাতত অস্বস্তিকর গরম থাকবে না। তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোথাও। তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে কমই থাকবে। সপ্তাহন্তে তাপমাত্রা ফের বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে ঝড়বৃষ্টির পরিস্থিতি সর্বত্র।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার।