দক্ষিণ কোরিয়ায় অভিষেকের মুখে রবীন্দ্রনাথের কবিতা
ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে প্রচার করছে ভারতের ৭ প্রতিনিধিদল। জাপান ঘুরে রবিবার তাঁরা দক্ষিণ কোরিয়ার সিওলে পৌঁছন। সেখানকার প্রতিনিধিদের কাছে ভারতের উপর সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়ে একপ্রস্ত বৈঠকও সারেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সলমন খুরশিদরা। আর সে প্রসঙ্গে বলতে গিয়ে ভারত-দক্ষিণ কোরিয়া সুসম্পর্ক তুলে ধরতে কবিগুরু স্মরণে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোরিয়ানদের সঙ্গে বাংলার যোগাযোগের কথা উল্লেখ করার সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দ্য ল্যাম্প অফ দ্য ইস্ট’ কবিতার উল্লেখ করলেন তিনি।
রবিবার ‘এক্স’ হ্যান্ডলে অভিষেক লিখেছেন, ‘আমার আলোচনায়, আমি বিশেষভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোরিয়ানদের গভীর সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরেছি। তাঁর কালজয়ী কবিতা ‘দ্য ল্যাম্প অফ দ্য ইস্ট’ কোরিয়ানদের হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রেখেছে। এটি অত্যন্ত গর্বের বিষয় যে তাঁর সেই কবিতা এখনও কোরিয়ার স্কুলগুলিতে পড়ানো হয় এবং আজও তাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত রয়েছে। যা আমাদের জনগণের মধ্যে স্থায়ী আধ্যাত্মিক এবং সভ্যতার সংযোগের একটি প্রমাণ।’ পাশাপাশি কোরিয়ার শীর্ষস্তরের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে ভারত যে অটল অবস্থান নিয়েছে সেই বার্তাও তুলে ধরেছেন তরুণ তৃণমূল সাংসদ।