Type Here to Get Search Results !

হাবরা হকার মার্কেটের দোকান বিতরণ নিয়ে বৈঠকে জ্যোতিপ্রিয়

 হাবরা হকার মার্কেটের দোকান বিতরণ নিয়ে বৈঠকে জ্যোতিপ্রিয় 



হাবরায় পাইকারি বস্ত্র ব্যবসায়ী সংগঠনের সঙ্গে দীর্ঘক্ষণ মিটিং করলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। হাবরা পুরসভায় এদিনের বৈঠকে হাবরা পুরসভার চেয়ারম্যান সহ কয়েকজন কাউন্সিলর ও হকার সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। সংগঠনের সঙ্গে যুক্ত প্রত্যেককে দোকান দিতে হবে এই দাবি তোলা হয় বস্ত্র ব্যবসায়ী সংগঠনের তরফে। তবে বিধায়ক জানান একই পরিবারের স্বামী স্ত্রী দুজন যদি দাবিদার থাকে তাহলে একজনকে দোকান দেওয়া হবে। তবে এই দাবি মানতে রাজি নয় সংগঠনের সদস্যরা। হকার মার্কেটের কাজ গত বছর শেষ হলেও দোকান বিন্যাস তাই থমকে রয়েছে। ব্যবসায়ীরাও তাদের দাবিতে অনড় রয়েছে। এমত অবস্থায় ব্যবসায়ীদের তরফে জানানো হচ্ছে সবাইকে দোকান না দিলে তারা হকার মার্কেটে যাবেন না। এই নিয়ে পুরসভায় বৈঠক চলাকালীন পুরপ্রধানের ঘরের সামনে কিছুক্ষণ তাদের দাবি-দাওয়া নিয়ে সংগঠনের কর্মীদের ক্ষোভ দেখাতেও দেখা যায় ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.