মা ঘাঘড়বুড়ীর ৩৯ তম ফলহারিণী কালিকা পূজার শোভাযাত্রা
পশ্চিম বর্ধমান আসানসোলে
মা ঘাঘড়বুড়ীর ৩৯ তম ফলহারিণী কালিকা পূজার শোভাযাত্রা।
সোমবার পশ্চিম বর্ধমান জেলার বিখ্যাত মা ঘাঘড়বুড়ী মন্দিরের বার্ষিক ফলহারিণী কালিকা পূজার শোভাযাত্রা রবিবার সকালে বুধা ময়দান থেকে শুরু করে মহিশীলা কলোনি হয়েম ঊষাগ্রাম হয়ে মা ঘাঘড়বুড়ী মন্দিরে শেষ হয়। বাজনার সাথে মহিলারা নাচতে নাচতে পথ পরিক্রমা করে। আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হয়।