বিয়ের কার্ডে উল্লেখ করেছেন 'অপারেশন সিঁদুর'এর কথা
দেশপ্রেম এবং ত্যাগের এক অনন্য নজির স্থাপন করেছে রাজস্থানের সিকার জেলার ধোদ এলাকার একটি সাধারণ কৃষক পরিবার। কারণ কৃষক জগদীশ সিং শেখাওয়াতের তিন পুত্রই ভারতীয় সেনাবাহিনীতে রয়েছেন। আর তাঁরা প্রত্যেকেই সম্প্রতি ঘটে যাওয়া অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান সীমান্তে কর্তব্যে অবিচল ছিলেন। জগদীশ সিং শেখাওয়াতের এক পুত্র অমিত সিংয়ের সামনেই বিয়ে। আগামী ২৮ মে তাঁর বিবাহ বাসর বসার কথা। আর সেই বিয়ের কার্ডে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে পরিবারটি নিজেদের দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করেছে।
এই কার্ডটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই তাঁদের প্রশংসায় পঞ্চমুখ। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ গিয়েছিল। তার পাল্টা জবাবে গত ৭ মে সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অভিযানকে ১৪০ কোটি ভারতবাসীর গর্ব বলে আখ্যা দিয়েছেন। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন যে, এই অভিযান বিশ্ব মঞ্চে ভারতের শক্তি প্রদর্শন করেছে। এই পরিস্থিতিতে এক সাধারণ কৃষক পরিবারের তিন সন্তানই এই অভিযানের অংশ ছিলেন। আর এই গর্বের মুহূর্তটিকে অমর করে রাখার জন্য অমিত সিং নিজের বিয়ের কার্ডে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করেছেন।