'শর্টটার্ম ম্যারেজ' এখনও প্রচলিত আছে পৃথিবীর কোনো কোনো দেশে
বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে মাত্র ১৫ দিনের জন্য স্ত্রী পাওয়া যায়। সেখানে বহু নারী জানেন যে তাদের বিয়েটা সাময়িক, তবুও তারা খুশিমনে এতে রাজি হন। এই বিয়ে ভাঙলে তাদের তেমন কিছু আসে যায় না, বরং এতে আর্থিক লাভই হয়। এই ধরনের বিয়েকে ‘শর্ট টার্ম ম্যারেজ’ বলা যায়। এটি আগে বহু দেশে প্রচলিত ছিল, এখন কিছু গুটিকয়েক দেশে সীমাবদ্ধ। এমনকি ইন্দোনেশিয়ায় বছরে এক নারী ২০-২৫ বার পর্যন্ত এই বিয়ে করতে পারেন। এই বিয়ে এক বিশেষ ধর্মীয় অনুশীলনের অংশ। ইসলামে এই ধরনের সাময়িক বিয়ে ‘মুতা নিকাহ’ নামে পরিচিত। এটি মূলত শিয়া সম্প্রদায়ের প্রাচীন প্রথা, যেখানে দুপক্ষের সম্মতিতে নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে হয়, এরপর বিয়েটা আপনা থেকেই শেষ হয়।
মুতা নিকাহের প্রচলন একসময় এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছিল। বর্তমানে এটি কম হলেও ইরান, ইরাকের মতো শিয়া প্রধান দেশে ছোট পরিসরে এখনো দেখা যায়। বর্তমানে ইন্দোনেশিয়ার পুঙ্কাক অঞ্চলে এই প্রথা ব্যাপকভাবে দেখা যায়। সেখানে দরিদ্র নারীরা আরব দেশ থেকে আসা পর্যটকদের সঙ্গে ১৫-২০ দিনের জন্য সাময়িক বিয়ে করেন। এই সময় তারা পর্যটকদের গৃহস্থালি ও যৌন সেবা দেন এবং বিনিময়ে অর্থ পান।