বিনোদন
লাল সিঁদুরে ঐশ্বর্য - উড়িয়ে দিলেন ডিভোর্স প্রসঙ্গ
২০২৫ সালের কান উৎসব নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ বুধবার রাত থেকেই বলিউডের স্বনামধন্য অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের কান লুক নিয়ে জোর চর্চা চলছে৷ কান উৎসবের রেড কার্পেটে রাজকীয় সাদা শাড়ি পরে জমকালো এন্ট্রি নেন ঐশ্বর্য রাই বচ্চন। অভিনেত্রী তার লুকটি লাল পান্না চেইন নেকলেস দিয়ে পরিপূর্ণ করেছিলেন, তবে সবকিছুকে ছাঁপিয়ে গিয়েছিল তার মাথা ভর্তি সিঁদুর৷ এই প্রথমবারের মতো কোনও আন্তর্জাতিক অনুষ্ঠানে এইভাবে নিজেকে উপস্থাপন করলেন ঐশ্বর্য।
ঐশ্বর্য দীর্ঘদিন ধরে লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কানে উপস্থিত হয়েছেন৷ এবারও তাকে ঠিক একই রকম গর্জিয়াস দেখাচ্ছিল যেমনটি প্রতিবার দেখায়৷ তবে পুরো সাজকে ছাঁপিয়ে গেছে অভিনেত্রীর সিঁদুর৷ দীর্ঘদিন ধরেই তারকা দম্পতির মধ্যে বিচ্ছেদের জল্পনা চলছিল, বিশেষ করে ২০২৪ সালে, যখন অনেক অনুষ্ঠানে তাদের একসঙ্গে থাকার পরিবর্তে আলাদাভাবে দেখা যেত। তবে, এই দম্পতি ধারাবাহিকভাবে এই গুজব অস্বীকার করে আসছেন, এই বছর বেশ কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে নিন্দুকদের যোগ্য জবাবও দিয়েছেন বলি কাপল জুটি।
