Type Here to Get Search Results !

পাকিস্তানের সিন্ধ প্রদেশ জ্বলছে - ওরাও দাবি তুলেছে স্বাধীন রাষ্ট্রের

 আন্তর্জাতিক 


   পাকিস্তানের সিন্ধ প্রদেশ জ্বলছে - ওরাও দাবি তুলেছে স্বাধীন রাষ্ট্রের 



  সিন্ধ প্রদেশের মানুষের মধ্যে চরম ক্ষোভ। বালুচিস্তানের মতো এবার তারাও আলাদা হতে চায় পাকিস্তান থেকে। মানুষের মধ্যে ক্ষোভ এতটাই চরমে উঠেছে যে সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি পাকিস্তানি সংবাদপত্র ‘দ্য ডন’ অনুসারে, নৌশাহরো ফিরোজ জেলায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের থামাতে পুলিশ লাঠিচার্জ করে, গুলিও ছোড়ে। পুলিশের লাঠিচার্জে একজন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন। 


  জানা গিয়েছে, ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার পরই জলসঙ্কটে পড়েছে। এর মধ্যেই সিন্ধু নদের উপরে একটি বাঁধ তৈরি করার ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এরপরই ক্ষোভে ফুঁসে উঠেছে সিন্ধ প্রদেশের বাসিন্দারা। উত্তর ও দক্ষিণ সিন্ধ প্রদেশের বাসিন্দাদের দাবি, এই বাঁধ তৈরি হলে তারা আর জল পাবেন না। জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পূর্ব ও পশ্চিম সিন্ধই পুরো জল পেয়ে যাবে। এই ক্ষোভেই বিগত ৪ দিন ধরে জ্বলছে সিন্ধ প্রদেশ। দাবি উঠেছে ‘ফ্রি সিন্ধ’ অর্থাৎ সিন্ধু প্রদেশের স্বাধীনতার দাবি করেছে। গতকাল রাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  বিক্ষোভকারীরা দুটি ট্রেলারে আগুন ধরিয়ে দেয়। পুলিশের গাড়িও ভাঙচুর করে। এরপর বিক্ষোভকারীরা সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাড়িতেও ঢুকে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.