Type Here to Get Search Results !

সমস্ত গ্রামে মাছির উপদ্রব - প্রতিবাদে রাস্তা আবারোধ

 অফবিট 


সমস্ত গ্রামে মাছির উপদ্রব - প্রতিবাদে রাস্তা আবারোধ 



  শুধু মাছির উৎপাত থেকে মুক্তি পাবার জন্য পথ আবারোধ - এমন ঘটনা বিরল। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে বাঁকুড়ায়।

সকাল-বিকাল গ্রামে একটাই শব্দ, ‘ভনভন…’। এক মনে কাজ করার কোনও উপায় নেই। কখনও হাতের উপর, কখনও পায়ের উপর অবাধে বসা। নাকমুখের সামনে দিয়ে ক্রমাগত উড়ে বেড়ানো। খাওয়ার সময় খাবারে পর্যন্ত মাছি বসছে। এমন পরিস্থিতিতে সাধারণ বাসিন্দাদের কারও যেন শান্তি নেই। মাছির উপদ্রবে কার্যত নাস্তানাবুদ, বিরক্ত গ্রামের সাধারণ মানুষ। 


  শয়ে শয়ে মাছির উপদ্রব থেকে মুক্তি পেতে এবার পথে নামলেন বাসিন্দারা। দীর্ঘ সময় পথ অবরোধ করে রাখা হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কাশিবেদিয়া গ্রামে। ওই গ্রামে রয়েছে মুরগির খামার। আর সেখান থেকেই গ্রামে ছড়িয়ে পড়েছে মাছির উপদ্রব। দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে চলেছে বাঁকুড়া ১ নম্বর ব্লকের কালপাথর গ্রাম পঞ্চায়েতের কাশিবেদিয়া গ্রামে। বুধবার সকালে প্রতিকার চেয়ে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে রাখা হয় বাঁকুড়া-পুরুলিয়ার সংযোগকারী রাস্তা। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে রাখায় যানজট তৈরি হয়। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি খতিয়ে দেখা হবে, সেই আশ্বাস দেওয়া হয়। পুলিশের সঙ্গে আলোচনার পরেই ওই অবরোধ তুলে নেওয়া হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.