গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে গৃহস্থের রান্নাঘরে অগ্নিকাণ্ড
গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে গৃহস্থের রান্নাঘরে অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে আহত এক যুবক। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।
গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে গুরুতর আহত এক যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে ডোমকলের একটি ইঞ্জিন। নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের হরিপুর জগদ্ধাত্রী পল্লী এলাকার ঘটনা। সুত্রের খবর ওই এলাকার বাসিন্দা দীপক দাসের পরিবার রান্না ঘরের ভেতরে রান্না করছিল, ঠিক তখনই নতুন গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগে যায়।এরপর আগুনের তীব্রতা ছড়িয়ে পড়তেই গোটা রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। তড়িঘড়ি সেই আগুন নেভানোর চেষ্টা করলে ঘটনাস্থলে আগুনে পুড়ে গুরুতর আহত হয় প্রভাকর দাস নামে এক যুবক। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ওই যুবক। অন্যদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের মধ্যে। খবর দেওয়া হয় দমকল অফিসে, দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় মানুষের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গোটা পরিবার। আগুনে পুড়ে ছারখার হয়ে যায় গোটা রান্নাঘর, ভরদুপুরে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।