পুলিশ চেক পোস্টের নাকের ডগায় ট্রাক চুরি!
পুলিশ চেক পোস্টের নাকের ডগায় ট্রাক চুরি! ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন পুলিশ চেক পোষ্টের উল্টো দিকে পুরসভার ট্রাক টার্মিনাসের সামনে রাখা ট্রাক চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে,গত মঙ্গলবার রাতে ট্রাক টার্মিনাসের সামনে দাঁড়িয়ে থাকা অন্যান্য ট্রাকগুলির পাশেই ট্রাক রেখে গিয়েছিলেন চালক। বৃহস্পতিবার সেখানে গিয়ে ট্রাকের মালিক দেখে ওই এলাকা থেকে ট্রাকটি উধাও হয়ে গেছে। এরপর চালককে ডেকে এনে ট্রাকের খোঁজ চালানো হয়। পরবর্তীতে সকলের সাথে কথা বলে বুঝতে পারে ট্রাকটি চুরি হয়ে গেছে। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। তবে যে এলাকা থেকে ট্রাকটি চুরি গেছে তাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে অন্যান্য ট্রাক মালিকরা। ঘটনাস্থলের ঠিক উল্টো দিকেই রয়েছে পুলিশের চেকপোস্ট।পুলিশ চেকপোষ্টের নাকের ডগা থেকে এভাবে ট্রাক চুরি হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে অন্যান্য মালিকরাও। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে সিসিটিভি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।