Type Here to Get Search Results !

হুগলী পাণ্ডুয়ার শিক্ষক লাগিয়েছেন ৭৫ হাজার তালগাছ

 হুগলী 


হুগলী পাণ্ডুয়ার শিক্ষক লাগিয়েছেন ৭৫ হাজার তালগাছ



  পরিবেশের প্রতি এমন অসাধারণ ভালোবাসার নিদর্শন খুবই কম পাওয়া যায়। তালগাছ বসানোর নেশা পেয়ে বসেছে পান্ডুয়ার শিক্ষক ভাস্কর মন্ডলকে। ইতিমধ্যে ৭৫ হাজার তালগাছ লাগানো হয়ে গেছে। এরপর বাঁকুড়ার জয়পুর জঙ্গলে তালগাছ বসানোর পরিকল্পনা করেছেন। গ্রামের মানুষকে বজ্রাঘাত থেকে রক্ষা করতে তালগাছ বসিয়ে চলেছেন পান্ডুয়ার ভূগোলের শিক্ষক। শুধু তালগাছ নয়, সব ধরনের গাছকেই পরিবেশের সবথেকে বড় বন্ধু মনে করেন শিক্ষক। তাই ছাত্রদের নিয়ে সেই বন্ধুদের রক্ষা করেন। কাজের মাঝে যখনই সময় পান তখনই ফাঁকা জায়গায় স্কুলের পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন পান্ডুয়ার রানাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর মন্ডল।


  তিনি ভূগোলের শিক্ষক। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় তার আদিবাড়ি হলেও প্রায় ৩২ বছর আগে হুগলির পান্ডুয়ার উত্তরায়ন এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি মনে করেন গাছ হল প্রকৃত ‘বন্ধু’। তাই বন্ধুকে ত্যাগ করা যাবে না‌। যত বন্ধুত্ব বাড়বে ততই আমরা ভাল থাকব। তাই তার কাছে গাছ লাগানো নেশা। প্রায় ২২ বছর ধরে পান্ডুয়ার বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে আসছেন ভাস্কর বাবু। তবে তার মধ্যে অধিকাংশই তালগাছ। প্রতিবছর জুন থেকে অক্টোবর মাসের মধ্যে তিনি তাল-সহ বট, অশ্বত্থ, খেজুর ,বেল, তেঁতুল, আম বিভিন্ন গাছ বসিয়ে থাকেন। পান্ডুয়া ব্লকের অধিকাংশ এলাকা কৃষি প্রধান। পান্ডুয়ার আত্তি মোর থেকে রানাগড় যাবার পথে সবুজে ঘেরা প্রচুর গাছ লক্ষ্য করা যায়। তার মধ্যে অধিকাংশই রয়েছে ছোট-বড় তালগাছ। স্থানীয়দের দাবি সেই সমস্ত তালগাছ বসিয়েছেন ভাস্কর বাবু।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.