পুরুলিয়া
অবৈধ টোটোতে উঠতে বারণ করছে পুরুলিয়া প্রশাসন
পুরুলিয়া শহর ভরে গেছে অবৈধ টোটোতে। তারফলে নিত্য জ্যামে নাজেহাল পুরুলিয়ার মানুষ। পুরুলিয়া শহরে প্রায় ২০০ টি বৈধ টোটো রয়েছে। সেই টোটোগুলিতে লাগানো রয়েছে পৌরসভার স্টিকার। এই স্টিকার ছাড়া টোটোতে চাপলে হতে পারে বিপদ! বলছে পুরসভা। তাই পুরদপ্তরের স্টিকার ছাড়া টোটোতে না চড়ার বার্তা দিলেন পুরুলিয়ার পুরপ্রধান। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বেআইনি টোটোর বিরুদ্ধে। ধারাবাহিকভাবে আগামী দিনে এই অভিযান চালবে বলে জানা গিয়েছে পুরসভার সূত্রে। এই বিষয়ে পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন , বোর্ড মিটিং-এর সিদ্ধান্ত অনুযায়ী বৈধ টোটোই শহরে চলাচল করতে পারবে। তা না হলে টোটোচালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।
নাগরিকদের কাছে আবেদন পৌরসভার স্টিকার লাগানো টোটোতে যাতে তাঁরা ওঠেন! কারণ সেই সমস্ত টোটোর সমস্ত কাগজপত্র পৌরসভার কাছে জমা থাকছে। তাতে পরবর্তী সময় কোনও সমস্যা হলে ব্যবস্থা নেওয়া যাবে। অনেক ক্ষেত্রেই সাধারণ নাগরিক ও পর্যটকদের হয়রানি শিকার হতে হয় টোটো চালকদের জন্য। তাই বিপদ এড়াতে পৌরসভার স্টিকার লাগানো টোটোতেই ওঠার আবেদন জানান তিনি। পুরুলিয়ার রোড সেফটি কমিটির বৈঠকের পরই পুরুলিয়া শহরে বে-আইনি টোটোর বিরুদ্ধে অভিযান শুরু হয়। পুরুলিয়া পুরসভার অভিযোগ, এই শহর লাগোয়া যে সকল জাতীয় সড়ক আছে সেখানে নিয়ম বহির্ভূতভাবে টোটো চলছে। এছাড়া এই শহরে বহু টোটো চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। নেই ইন্সিওরেন্স। তারা ট্যাক্স দেন না। পুরসভার বিশেষ পারমিট করানো নেই সেই সমস্ত টোটোতে।

 
 
 
