বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশে পরিনত হয়েছে ভারত
সম্প্রতিক তথ্য তুলে ধরা হয়েছে নীতি আয়োগের সভায়। সেই সূত্র থেকে জানা যাচ্ছে জাপানকে পিছনে ফেলে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ। নীতি আয়োগের দশম গভার্নিং কাউন্সিলের বৈঠকের পর সুব্রহ্মণ্যম জানান, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রক্ষায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ইতিবাচক রয়েছে। তিনি বলেন, “বর্তমানে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ৪ ট্রিলিয়ন ডলারের (৪ লক্ষ কোটি ডলার) অর্থনীতি এখন আমাদের।” আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের তথ্য তুলে ধরে নীতি আয়োগের সিইও জানান, অর্থনীতিতে জাপানকেও টপকে গিয়েছে ভারত। “এখন শুধুমাত্র আমেরিকা, চিন ও জার্মানি ভারতের থেকে অর্থনীতিতে বড়। যদি আমরা পরিকল্পি পথেই চলি, তবে আড়াই-তিন বছরে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব।”
আইএমএফের তথ্য অনুযায়ী, সবথেকে বৃহত্তম অর্থনীতি আমেরিকার, ৩০ লক্ষ কোটি ডলারের। এরপর রয়েছে চিন, তাদের অর্থনীতি ১৯.২৩ লক্ষ কোটি ডলারের। তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হল জার্মানি, ৪.৭৮ লক্ষ কোটি ডলারের। চতুর্থ স্থানে রয়েছে ভারত ও জাপান, দুই দেশেরই অর্থনীতি ৪.১৯ লক্ষ কোটি ডলারের। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন, ৩.৮৪ লক্ষ কোটি ডলারের অর্থনীতি তাদের। ফ্রান্স রয়েছে ষষ্ঠ স্থানে, ৩.২১ লক্ষ কোটি ডলারের অর্থনীতি তাদের।