দুটি আগ্নেয়াস্ত্র, চারটি ম্যাগাজিন ও পাঁচ কার্তুজ সহ গ্রেফতার এক
ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সাফল্য পেল পুলিশ। শনিবার রাতে দু'টি আগ্নেয়াস্ত্র, চারটি ম্যাগাজিন ও পাঁচ কার্তুজ সহ এক জনকে গ্রেফতার করল জলঙ্গী থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায় ধৃতের নাম আলী হোসেন (২৮)। বাড়ি জলঙ্গির তালতলী এলাকায়। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার আলিয়ার বটতলায় অভিযান চালিয়ে আলী হোসেনকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, চারটি ম্যাগাজিন ও পাঁচ কার্তুজ উদ্ধার করে পুলিশ। তারপর আলী হোসেনকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের অবেদন চেয়ে আদালতে পাঠায় থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ।