বিনোদন
জটিল মহিলারোগে ভুগেছিলেন গায়িকা ইমন
পিএমএস অর্থাৎ প্রি মেনসট্রুয়াল সিনড্রোম (Premenstrual syndrome)৷ সাধারণত খুবই সমস্যার এবং পিরিয়ডসের আগে নানা ধরনের উপসর্গ, তাকেই বলা হয়৷ কোনও কোনও মেয়ের জন্য এটা অত্যন্ত যন্ত্রণার৷ ঋতুস্রাবের এক বা দুই সপ্তাহ আগে এটা অনুভব করেন অনেক মহিলা। মাথাব্যথা, খিটখিটে হয়ে যাওয়া, অকারণে মেজাজ হারানো, মাথা ব্যথা, পেট ব্যথা, পেশীতে টান পড়া, কান্না পাওয়া বা হঠাৎ করে মুড অফ, এধরেনর লক্ষ্মণও দেখা যায়। তবে এক একজনের জন্য এক একরকম লক্ষণ দেখা যায়৷ ঢাকা পোস্টে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এমনই রোগে আক্রান্ত ছিলেন গায়িকা ইমন চক্রবর্তী৷ এই সমস্যার কথা নিজের একটি ফেসবুক স্টোরিতে নিজেই জানান গায়িকা৷
তিনি লিখেছেন, ‘পিএমএস মেয়েদের খুবই গুরুতর সমস্যা। নিজের যত্ন নিন। ধ্যান করুন, ব্যায়াম করুন, ভালো করে খাওয়াদাওয়া করুন। আর যদি কিছু করতে ইচ্ছে না করে, তাহলে দয়া করে কিছু করবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপর কাজে ফিরে আসুন। আমি অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছি। এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং জানি এটা সামলে উঠতে পারবো। সকল মেয়েদের জন্য শুভকামনা রইল…।’গায়িকার এই পোস্টে বহু মহিলা সহমত হন৷ তাঁদের নিজেদের সমস্যাগুলোও এই পোস্টের কমেন্টে লেখেন তাঁরা৷ অনেকে এটাও লিখেছেন যে চিকিৎসক দেখিয়ে তাঁরা এখন সুস্থ বয়েছেন৷