Type Here to Get Search Results !

২৯৯ গ্রাম হেরোইন সহ গ্রেফতার তিন হেরোইন কারবারি

 ২৯৯ গ্রাম হেরোইন সহ গ্রেফতার তিন হেরোইন কারবারি



লালগোলা থানার পুলিশ তিন হেরোইন কারবারি কাছ থেকে ২৯৯ গ্রাম হেরোইন উদ্ধার করে 

সোমবার ভোররাতে। লালগোলার হরিপুর থেকে এদের গ্রেপ্তার করা হয়। 



পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম মহঃ ইজাজ আহমেদ, মহঃ কবিরুল ইসলাম ও মিঠুন সেখ।এদের মধ্যে ইজাজ ও কবিরুলের বাড়ি রঘুনাথগঞ্জ থানা এলাকায় ও মিঠুন সেখের বাড়ি লালগোলা থানা এলাকায়। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সোমবার ভোর রাতে লালগোলা থানার পুলিস হরিপুর এলাকায় তিন জনকে আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে ২৯৯ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার বাজার মূল্য ২০ লক্ষ বলে জানাযায়। তারপর তাদের গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই তিনজন হেরোইন পাচারকারী, হেরোইন লালগোলা থানার রাজারামপুর থেকে লালগোলার দিকে নিয়ে যাচ্ছিল। সেই সময় অভিযান চালিয়ে হেরোইন সহ তাদের হাতেনাতে পাকড়াও করে পুলিশ। পুলিসের অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার, সিআই মানস দাস, লালগোলা থানার ওসি অতনু দাস সহ বিশাল পুলিস বাহিনী।

ধৃতদের সোমবার ১০ দিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে তোলা হবে বলে জানাযায়।

ধৃত হেরোইন কারবারিরা কী উদ্দেশ্যে হেরোইন নিয়ে যাচ্ছিল এবং এই হেরোইন কারবারের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিস।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.