Type Here to Get Search Results !

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলেই আত্মঘাতী যুবক!

 ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলেই আত্মঘাতী যুবক! 





ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলেই আত্মঘাতী এক যুবক! ব্যাপক শোরগোল শহর শিলিগুড়ি জুড়ে। মৃতের নাম অমিত চট্টোপাধ্যায় (২৪)। জানা গিয়েছে তিন মাস আগে তাঁর বিয়ে হয় ২৯ বছর বয়সী এক মহিলার সঙ্গে। যার এটি ছিল দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাঁদের বৈবাহিক জীবন ছিল অশান্তিতে ভরা। যদিও পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই ওই মহিলার ফোনে বিভিন্ন সময়ে অপরিচিত পুরুষের এসএমএস আসতো। জানিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া ঝামেলা হতো। এবং বেশ কিছুদিন ধরেই অমিত মানসিক আবসাদে ভুগছিলেন। গত কাল অর্থাৎ রবিবারেও স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক ঝামেলা হয়। এরপর ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট কথা বলেন অমিত। এবং তার স্ত্রীকে একটি ভিডিও রেকর্ড করে পাঠান তাঁকে। তারপরেই আত্মহত্যার চরম সিদ্ধান্ত নেয় অমিত। পরিবারের সদস্যরা ঘরের ভেতরে অমিতের ঝুলন্ত নিজেদের দেখে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এরপর পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। যদিও মৃতের পরিবারের সদস্যদের দাবি ভিডিও কলে পাঁচ মিনিটের কি এমন কথোপকথন হল যে তাদের ছেলে এইরকম ঘটনা ঘটাল। পরিবারের সদস্যদের দাবি অবিলম্বে গোটা ঘটনার সঠিক তদন্ত হোক যে দোষী তার উপযুক্ত শাস্তি হোক। অন্যদিকে এই ঘটনার পরেই ব্যাপক শোরগোল শহর শিলিগুড়ি জুড়ে। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.