পূর্ব বর্ধমান
দামোদর নদীর বালির চরে গড়ে উঠলো অসাধারণ বালি শিল্প
পুরী সিবিচে এমন নিপুন শিল্প কখনো দেখা যায়। শিল্পীদের হাতের ছোঁয়ায় গড়ে ওঠে বিভিন্ন জিনিস। পূর্ব বর্ধমান জেলার গৈতানপুর চরমানা এলাকার বাসিন্দা রঙ্গজীব রায় বর্তমানে বর্ধমানের একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করছেন। তবে তাঁর পরিচয় শুধু একজন অধ্যাপক হিসেবে নয়; তিনি এক দক্ষ বালি শিল্পী এবং ল্যান্ড আর্ট নির্মাতা হিসেবেও সমাদৃত। দামোদর নদীর বালির চরে, যেখানে চারপাশ জুড়ে শুধু ধূসর বালি, সেখানেই রঙ্গজীবের জাদুকরি হাতের ছোঁয়ায় বালি রূপ নেয় শিল্পকর্মে। প্রাচীন সভ্যতার নিদর্শন, পরিবেশ সচেতনতার বার্তা, বা নিছক সৌন্দর্যের প্রকাশ—সবই ফুটে ওঠে তাঁর নিপুণ কাজে।
রঙ্গজীব জানান, “প্রায় পাঁচ-ছয় বছর ধরে আমি এই শিল্পচর্চার সঙ্গে যুক্ত। এটা শুধু শখ নয়, আমার ভালোবাসা। দামোদরের মতবিশাল উন্মুক্ত প্রাকৃতিক মঞ্চে আমি আমার কল্পনার প্রকাশ ঘটাতে পারি। প্রাচীন ইতিহাস ও সভ্যতার প্রতিফলন তুলে ধরার চেষ্টা করি।” ওড়িশা, গুজরাত, তামিলনাড়ু, রাজস্থান-সহ দেশের নানা প্রান্তে তাঁর কাজ প্রশংসিত হয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ-সহ একাধিক দেশে গিয়ে নিজের শিল্প প্রদর্শন করেছেন।
