Type Here to Get Search Results !

রবিবার ভাটপাড়ায় শুভেন্দুর 'বিশেষ দাওয়াই' থিওরি

 উঃ ২৪ পরগনা 


রবিবার ভাটপাড়ায় শুভেন্দুর 'বিশেষ দাওয়াই' থিওরি 



  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করার কথা বললেন। তবে এবার সেই দাবির সঙ্গে জুড়ে দিলেন ‘বিশেষ দাওয়াই’য়ের কথা। শুভেন্দু বলেন, ‘বাংলার পরিবেশ অন্য রকম, এখানে বিশেষ দাওয়াই লাগবে।’ কিন্তু কী এই বিশেষ দাওয়াই? সেই ব্যাখ্যাও খানিকটা দিয়েছেন শুভেন্দু। রবিবার ভাটপাড়ায় অপারেশন সিঁদুরের সাফল্য ও সেনার সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মিছিল বের করেছিল বঙ্গ বিজেপি। মিছিলের প্রথম সারিতে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাপস রায়, অর্জুন সিং ও কৌস্তভ বাগচী। বাংলা নির্বাচন হলে তৃণমূলের হার হবে বলেই মনে করেন তিনি। বিরোধী দলনেতা বলেন, ‘পঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে। বাংলায় তা তৃণমূলের হবে, যদি ভোট হয়।’ 


  এরপরেই তাঁর অভিযোগ, ‘বাংলায় এমন ৬০-৭০টা আসন রয়েছে যেখানে ভোটই হয় না। নির্বাচন কমিশনকে বলব ওই দুই মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করাক।’ এই রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের পক্ষে সওয়াল শুভেন্দুর কাছে প্রথম নয়। বঙ্গ বিজেপির উত্থানের পর থেকেই নানা সময়ে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি শোনা গিয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। সুতরাং, তার আগে স্বাভাবিক ছন্দে এই দাবি ফের একবার মাথা চাড়া দিয়ে উঠবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.