Type Here to Get Search Results !

বামনেতা সৃজনকে কলঙ্কিত করার জন্যই করা হয়েছে রাজনৈতিক চক্রান্ত

 উঃ ২৪ পরগনা 


বামনেতা সৃজনকে কলঙ্কিত করার জন্যই করা হয়েছে রাজনৈতিক চক্রান্ত 



  নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখন সমাজ মাধ্যমে যা খুশি তাই করা হচ্ছে। করা হচ্ছে নানা রাজনৈতিক অভিসন্ধি। যেখানে দেখা যাচ্ছে, বাম নেতা সৃজন ভট্টাচার্যর পাশে জ্যোতি মালহোত্রা। সোমবার সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল বেধে যায় রাজনৈতিক মহলে। যদিও সেই ছবি ভুয়ো বলে দাবি করে মঙ্গলবার কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন সৃজন। তাঁর বক্তব্য, প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছবিকে বিকৃত করা হয়েছে। আর এই ছবি দেখে বিস্মিত বরাহনগরের পূর্বাদ্রি পোদ্দার নামে এক তরুণী। তাঁর বক্তব্য, সৃজনের পাশে আসলে তাঁর ছবি ছিল। বাম এই নেতার ভাবমূর্তি নষ্ট করার জন্য এক ব্যক্তি ছবিটা বিকৃত করে পাক চর জ্যোতি মালহোত্রার ছবি ব্যবহার করেছে। বরাহনগরের বাসিন্দা পূর্বাদ্রি বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। ভুয়ো ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বরাহনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।


  তরুণীর অভিযোগ, গত সোমবার অলীপ সমাদ্দার নামে এক ব্যক্তি তাঁর ছবিকে বিকৃত করে সৃজন ভট্টাচার্যের পাশে জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। তা নিয়ে শোরগোল পড়তেই ছবিটি সোশ্যাল মিডিয়া থেকে অলীপ ডিলিট করে দেন বলে তিনি জানান। পূর্বাদ্রি বলেন, চলতি বছরের ২০ এপ্রিল ব্রিগেডে সৃজনের পাশে দাঁড়িয়ে ছবিটি তুলেছিলেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। তবে সোমবার রাতে বিকৃত ছবি দেখে রীতিমতো অবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে বরাহনগর থানার সাইবার সেলে যোগাযোগ করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় এসে বরাহনগর থানায় লিখিতভাবে অভিযোগ করেন পূর্বাদ্রি। ঘটনার পিছনে বিরোধীদের মদত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, বামেদের কালিমালিপ্ত করার উদ্দেশ্যে এই কুকীর্তি ঘটানো হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.