Type Here to Get Search Results !

প্রভুভক্তির অসাধারণ নিদর্শন দঃ ২৪ পরগনার ক্যানিংয়ে

 দঃ ২৪ পরগনা 


প্রভুভক্তির অসাধারণ নিদর্শন দঃ ২৪ পরগনার ক্যানিংয়ে 



  যখন কুকুরটির এক মাস বয়স তখন থেকেই তাকে নিজের কাছে রেখেছেন প্রীতিরঞ্জন সরকার। এই দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে। শখ করে প্রীতিরঞ্জন ওর নাম রেখেছে 'এসকো’। বিদেশী প্রজাতির এই কুকুরটিকে একমাস বয়স থেকে নিজের কাছে রেখেছিলেন ঐ যুবক। তাকে খাওয়ানো থেকে সমস্তরকম পরিচর্যা করতেন প্রীতিরঞ্জন। কিন্তু তাঁর অবর্তমানে আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে যায় পোষ্যটি। নানা খোঁজাখুঁজির পরও না পেয়ে অবশেষে ক্যানিং থানার দ্বারস্থ হয়েছিলেন তিনি। নিখোঁজ ডাইরিও করেন। অবশেষে সন্ধ্যায় ক্যানিংয়ের ট্যাংরাখালি এলাকার সরিয়ত সেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ‘এসকো’। 


  এসকোকে নিয়েই মেতে ছিলেন তিনি। কিন্তু আচমকাই গত মাসে পোষ্যটি নিখোঁজ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছিলেন। প্রীতিরঞ্জনদের পাড়ার এক যুবক এসকোকে দেখতে পায় ট্যাংরাখালি এলাকার একটি বাড়িতে। ‘এসকো’ বলে ডাকতেই কুকুরটি ঐ যুবকের কাছে চলে আসে। তখন তাঁর বুঝতে অসুবিধা হয়না যে কুকুরটি প্রীতিরঞ্জনের। তখনই তাঁকে ফোনে খবর দেন ঐ যুবক। ‘এসকো’র খবর পেয়ে দ্রুত সেখানে চলে যান প্রীতিরঞ্জন। নিজেও সারমেয়র নাম ধরে ডাকতে তাঁর কাছে ছুট্টে চলে আসে পোষ্যটি। এরপর বাড়ির মালিককে বারবার ডাকাডাকি করেন প্রীতিরঞ্জন। তাকে না পেয়ে থানায় গিয়ে পুলিশের অনুমতি নিয়ে সে 'এসকো’কে নিয়ে বাড়ি ফেরেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.