বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির উদ্যোগে রামপুরহাটে মহা মিছিল
বিশেষ সংবাদদাতা, বীরভূম ঃ-বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির মহা মিছিলে উপস্থিত ছিলেন কোর কমিটির সকল সদস্যরা৷ কিন্তু মঞ্চে একটিবারের জন্যও উঠলেন না কোর কমিটির অন্যতম সদস্য অনুব্রত মণ্ডল৷
এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। মঞ্চে না উঠে অনুব্রত মণ্ডল নিচে থেকেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং জেলার সমস্ত রাজনৈতিক নেতৃত্ব ও কোর কমিটির সমস্ত সদস্যদের নাম করেই বক্তব্য শেষ করেন। মহা মিছিলে তাঁকে কোন রাজনৈতিক বক্তব্য রাখতে শোনা যায়নি। অনুব্রত মণ্ডল মঞ্চে না উঠে তিনি গাড়ি করে সমর্থকদের নিয়ে রামপুরহাট শহরে মিছিলে এগিয়ে যান। অন্যদিকে তখনও মঞ্চে অন্যান্য কোর কমিটির সদস্যদের বক্তব্য চলছে।
কোর কমিটির সদস্য সাংসদ শতাব্দী রায়, সাংসদ অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা , বীরভূম জেলা সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ বক্তব্য রাখেন। মহকুমা ভিত্তিক কোর কমিটির মহামিছিলে অসংখ্য মানুষ হাঁটেন এদিন৷ তবে
মঞ্চে উঠতে বা মঞ্চে বক্তব্য রাখতে দেখা যায়নি কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলকে৷
