ফের নিজের ফর্মে উদয়ন গুহ
এবার আপনার অফিসের সামনে আমি ধরনায় বসবো। দ্রুত লোক পাঠিয়ে ঠিক করে দিন তা না হলে মুখ্যমন্ত্রীর সামনে আপনার দপ্তরের মন্ত্রী কে ধরবো তখন দেখবেন কেমন হইচই পড়ে যায়। জনসংযোগ কর্মসূচিতে এগিয়ে পানীয় জল সম্পর্কে এলাকাবাসীর অভিযোগ শুনে এবং সেটা সরজমিনে তদন্ত করে সেখান থেকেই PHE আধিকারিককে ফোন করে এভাবেই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা ২ নং ব্লকের বামন হাট গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর এলাকায় জনসংযোগ কর্মসূচিতে গিয়ে মন্ত্রী উদয়ন এলাকাবাসীর কাছে জল নিয়ে একাধিক অভিযোগের সম্মুখীন হন। এলাকাবাসীদের অভিযোগ ছিল জলের পাইপ বসেছে অথচ বেশ কিছু এলাকা এখনো নিয়মিত পানীয় জল পরিষেবা থেকে বিচ্ছিন্ন, সাথে যে সমস্ত এলাকায় জল আসে সেখানেও ঘোলা জল আসে, যেটা পানের অযোগ্য। আর এলাকাবাসীর কাছ থেকে এমন অভিযোগ শুনে তৎক্ষণাৎ PHE দপ্তরের আধিকারিককে ফোন করেন মন্ত্রী। জানা যাচ্ছে মন্ত্রীর কাছ থেকে ফোন পাওয়ার পরেই দ্রুত নড়েচড়ে বসেছে PHE দপ্তর। এখন দেখার মন্ত্রী ফোন করার পরও কত দিনে বামনহাট গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের দলের সমস্যা দূর হয়।
