'কৌন বনেগা ক্রোড়পতি' - আর সঞ্চালনা করবেন না অমিতাভ
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো-এর সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। কৌন বনেগা ক্রোড়পতি অমিতাভ ছাড়া যেন ভাবাই যায় না। তবে দর্শকের জন্য খুবই দুঃখের খবর, কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালক হিসেবে আর দেখা যাবে না বিগ বি-কে। কেন? ২০০০ সালে শুরু হয়েছিল 'কৌন বনেগা ক্রোড়পতি'। প্রথম সিজ়ন থেকেই সঞ্চালকের আসনে অমিতাভ। যদিও চতুর্থ সিজনে সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু সেই সিজন ভাল না চলায় ফের ফিরিয়ে আনা হয় বিগবিকে।
মোট ১৫টি সিজন সঞ্চালনা করেছিলেন বর্ষীয়ান অভিনেতা। এ বার শোনা যাচ্ছে, অমিতাভ আর নয়। তাঁর জায়গায় এক 'খান' নাকি এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন। সত্যিই বিগ বি আর এই দায়িত্ব সামলাবেন না। তবে কাকে দেখা যাবে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৭ এর সঞ্চালক হিসেবে? কার নাম জানা গিয়েছে? বলিউডের একটি জনপ্রিয় সংবাদসংস্থার রিপোর্টে সম্প্রতি জানানো হয়েছে কৌন বনেগা ক্রোড়পতির নির্মাতাদের তরফে বলিউডের ৩ খানের অন্যতম অর্থাৎ সলমান খানের সঙ্গে কথাবার্তা চলছে। এখন দেখার শেষ পর্যন্ত ওই চেয়ারে কে বসেন!
