জয়পুর প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগীতা
এলাকার প্রতিশ্রুতিবান খেলোয়াড়দের তুলে ধরতে শুরু হলো জয়পুর প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগীতা। বনফুল রিসর্ট কর্তৃপক্ষের উদ্যোগে শুক্রবার জয়পুর হাই স্কুল মাঠে এই প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও দেবজ্যোতি পাত্র সহ অন্যান্যরা।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রথম বর্ষের এই প্রতিযোগীতায় আটটি দল অংশগ্রহণ করছে। চূড়ান্ত পর্বের খেলা আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। বিজয়ী ও বিজীত দলকে যথাক্রমে ১০ ও ৭ হাজার টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি দেওয়া হবে।
এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন জয়পুরের বিডিও দেবজ্যোতি পাত্র। এই প্রতিযোগীতার তিনি সাফল্য কামনা করছেন বলেও জানান।

 
 
 
