Type Here to Get Search Results !

টিটাগরে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ সভা

 টিটাগরে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ সভা





ব্যারাকপুর শিল্পাঞ্চলে অন্তর্গত টিটাগরে সম্প্রতি তৃণমূল কাউন্সিলর আরমান মন্ডলের ফ্ল্যাটে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। কাউন্সিলরের ফ্ল্যাটে বোমা মজুত থাকার অভিযোগ ওঠে।

সেই ঘটনায় ইতি মধ্যেই গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত কাউন্সিলর সহ তিন জন। কিন্তু বোমা বিস্ফোরণে ঘটনায় তৃণমূল কাউন্সিলরের নাম জড়িয়ে পড়ায় ব্যারাকপুরের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সেই ঘটনার বিরুদ্ধে এদিন টিটাগরে বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা সংগঠিত হয়। সেখানে উপস্থিত হন ব্যারাকপুর লোকসভা প্রাক্তন সংসদ অর্জুন সিং, বিজেপি নেতা সজল ঘোষ, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও অন্যান্যরা।অর্জুন সিং বলেন,টিটাগড়ে বিস্ফোরনস্থলে যে পরিমাণ বিস্ফোরক মজুদ করা ছিল তাতে আমি এনআইএ তদন্ত দাবি করছি। সেখানে বক্তব্য রাখতে আসেন বিজেপি নেতা রুদ্রনীল । প্রসঙ্গত টিটাগরে এই আরমান মন্ডলকে কাউন্সিলরের টিকিট দেওয়ার জন্য বিধায়ক রাজ চক্রবর্তী কে কাঠগড়ায় তোলা হচ্ছে। এই প্রসঙ্গে রুদ্রনীল ঘোষের দাবি 

ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তার বন্ধু। আর বাংলা চলচিত্র জগতে যে সমস্ত মানুষদের তৃণমূল টিকিট দিয়ে বিধায়ক সাংসদ বানিয়েছে তারা আসলে তৃণমূলে চাকরি করছেন। তারা ভোটে জিতে গেলেও তাদের দিয়ে তোলাবাজি করানো হয়। তার অভিযোগ "যারা তোলাবাজি করতে রাজি হন না বেশি কান্নাকাটি করেন তাদের কে ১০ ২০ লাখ টাকা দিতে দেওয়া হয়। আসলে তৃণমূল mla শব্দের মানে বদলে মানি লুটিং এজেন্ট করে দিয়েছে।"

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.