ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে সিপি অফিস অভিযান
ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে সিপি অফিস অভিযান। নেতৃত্ব দেন যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা। আন্দোলনরত শিক্ষকদের ওপর বিধান নগর পুলিশের লাঠিচার্জ এর প্রতিবাদেই এদিনের এই বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে করুণামোয়ীর সামনে জমা হয় বিজেপি সমর্থকরা। সেখান থেকে তারা মিছিল করে পৌঁছয়ে বিধান নগর কমিশনার অফিসে। সেখানে পৌঁছে পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি হয় তাদের। এরপর ইন্দ্রনীল খার নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করে এবং ডেপুটেশন জমা দেয়।