ট্র্যাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের "সামারকিট" বিতরণী অনুষ্ঠান
মুর্শিদাবাদে বহরমপুরের টেক্সটাইল মোড়ে ট্র্যাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার দের "সামারকিট" বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ, অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান, অ্যাডিশনাল এসপি লালবাগ রাসপ্রীত সিং এছাড়া ট্রাফিক ওসি অনিমেষ রায় সহ একাধিক পুলিশকর্তা। আজ এই অনুষ্ঠানের মূল মঞ্চ থেকে জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ সাধারণ মানুষের প্রতি দুটি সচেতনামূলক বার্তা দিলেন। প্রথমত হেলমেট ছাড়া বাইক ব্যবহার করলে মোটা অংকের টাকা গুনতে হবে বাইক চালককে। অন্যদিকে কোন মতেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না। এই বিষয়ে কোন অভিযোগ এলে আইনত ভাবে কড়া হাতে পদক্ষেপ নেওয়া হবে।