Type Here to Get Search Results !

শ্রীনগর, পুঞ্চে, রাজৌরি ঘুরে দেখলেন তৃণমূলের প্রতিনিধি দল

 শ্রীনগর, পুঞ্চে, রাজৌরি ঘুরে দেখলেন তৃণমূলের প্রতিনিধি দল



  শুক্রবার তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছে যায় কাশ্মীরে। শনিবার তাঁরা ঘুরে দেখেন বিভিন্ন অঞ্চল। অপারেশন সিঁদুর’‌ অভিযানে কেঁপে যায় পাকিস্তানের মাটি। আর তার জেরা সীমান্তের ওপার থেকে এপারে গোলাবর্ষণ করেছিল। তার আঘাতে আহত হয়েছেন অনেকে। তবে বেশিরভাগটাই আটকে দেয় সেনাবাহিনী। এবার আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ পুঞ্চে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই সফরকে স্বাগত জানিয়েছেন জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তবে নিহত এবং আহতের পরিবারের পাশে সবার আগে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধিদল আসে। শ্রীনগর, পুঞ্চে, রাজৌরি ঘুরে দেখেন।


  তৃণমূল কংগ্রেস সবার আগে এসেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল গতকাল আসে রাজৌরিতে। আজ শনিবারও সেখানে পরিদর্শন করেন তাঁরা। এখানে পাকিস্তানের গোলাগুলির জেরে নিহত সরকারি অফিসার ডাঃ রাজকুমার থাপার বাড়িতে গিয়ে নীরবতা পালনের পাশাপাশি পরিবারকে সমবেদনা জানান। আহতদের দেখতে তাঁরা রাজৌরির গভর্নমেন্ট মেডিকেল কলেজে যান। সেখানে চিকিৎসকদের সঙ্গে আহতের নিয়ে কথা বলেছেন। দেখা করেন আহতদের সঙ্গে। ভয়াবহ সেই দৃশ্য শুনে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ডেরেক ও’‌ব্রায়েন বলেন, ‘‌নিরীহ মানুষের উপর পাকিস্তানের এমন হামলা মোটেই মেনে নেওয়া যায় না। আমরা দলনেত্রীকে এই নিয়ে রিপোর্ট দেব।’‌

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.