বসিরহাটের শহর থেকে জাল নোট কারবারিকে গ্রেফতার করল পুলিশ
ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার বড় জীরাকপুর এলাকার ঘটনা। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে বড় জিরাকপুর এলাকা থেকে এক জাল নোট কারবারীকে গ্রেফতার করে,তার নাম সাগর দাস।বাড়ি বসিরহাটের বড় জিরাকপুর এলাকায়।পুলিশের কাছে দীর্ঘদিন ধরেই খবর আসছিল সাগর দাস নামের ওই জাল নোট কারবারি এলাকায় জাল নোটের কারবার করছে গোপনে । গতকাল রাতে বসিরহাট থানার পুলিশ খবর পেয়ে বড় জিরাকপুর এলাকায় হানা দিয়ে ওই জাল নোট কারীকে গ্রেফতার করে । পুলিশ সূত্রে খবর ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭৫০০ টাকার জাল নোট এবংএই ব্যক্তি একাধিক চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত আছে বলে জানা যায়। মোট ১৫ টি ৫০০ টাকার নোট উদ্ধার হয় ওই জাল নোট কারবারীর কাছ থেকে। পুলিশ তদন্ত শুরু করেছেন।ওই জাল নোট কারবারি যুবক বাংলাদেশে জাল নোট পাচার করতো কিনা সে বিষয়ে এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত আছে সে বিষয় তদন্ত করছে পুলিশ।ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।