Type Here to Get Search Results !

পুরুলিয়া বাস স্ট্যান্ডের নাম পরিবর্তনের জোরালো দাবি উঠেছে

 পুরুলিয়া 


পুরুলিয়া বাস স্ট্যান্ডের নাম পরিবর্তনের জোরালো দাবি উঠেছে 



  বিশ্বের দরবারে পুরুলিয়া খ্যাত ছৌ নৃত্যের জন্য। এবার পুরুলিয়ায় ছৌ শিল্পের স্রষ্টা গম্ভীর সিং মুড়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাঁর নামেই বাস স্ট্যান্ডের নামকরনের প্রস্তাব এসেছে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লক্ষীনারায়ণ সিং সর্দার বলেন, পুরুলিয়া সঙ্গে ছৌ নৃত্য ওতপ্রোতভাবে জড়িত। এই ছৌ নাচের জন্যই বিশ্বের দরবারে পুরুলিয়ার এতখানি খ্যাতি। সেই ছৌ নৃত্যকে সকলের কাছে তুলে ধরেছেন পদ্মশ্রী গভীর সিং মুড়া। ‌তার অবদান অনেকখানি রয়েছে ছৌ শিল্পীদের জীবনে। তাই তার নামে পুরুলিয়া বাসস্ট্যান্ডের নামকরণ হলে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন হবে। ছৌ নৃত্য মানেই উঠে আসে পুরুলিয়ার নাম। আর পুরুলিয়ায় ছৌ শিল্পের স্রষ্টা গম্ভীর সিং মুড়া সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন পুরুলিয়ার ছৌ নৃত্যকে। যার কারণে তৎকালীন ভারত সরকার তাঁকে পদশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করে। 


  এই বিষয়ে পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, বাসস্ট্যান্ডের সমস্ত কাজ দেখাশোনার দায়িত্বে পুরসভা থাকলেও বাসস্ট্যান্ডের নামকরণের সিদ্ধান্ত সম্পূর্ণ জেলাশাসকের উপরেই বর্তায়। তাই এ-বিষয়ে পুরুলিয়া পৌরসভা কোন সিদ্ধান্ত নিতে পারবে না। বিষয়টি জানানো হয়েছে।‌ জেলাশাসক দফতর থেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরুলিয়া শহরে এই মহান শিল্পীর কোন মূর্তি নেই। বিভিন্ন সময়ে পুরুলিয়া বাসস্ট্যান্ডের নামকরণ এই মহান শিল্পীর নামে করার দাবী উঠেছে। এবার সেই দাবিজানালপশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.