Type Here to Get Search Results !

নতুন সাজে সেজে উঠেছে 'জয়চন্ডি পাহাড় রেল স্টেশন'

 পুরুলিয়া 


নতুন সাজে সেজে উঠেছে 'জয়চন্ডি পাহাড় রেল স্টেশন'



  পুরুলিয়ার অন্যতম একটি রেল স্টেশন জয়চন্ডি পাহাড় রেল স্টেশন। সেই স্টেশনই এবার নতুন রূপ পাচ্ছে। ভারতীয় রেলের অন্যতম প্রকল্প অমৃত ভারত স্টেশন। ভারতের বিভিন্ন স্টেশনের উন্নয়ন এবং আধুনিকীকরণের লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় রেলের ১২৭৫ টি স্টেশনের উন্নয়ন ও আধুনিকীকরণ করার কাজ চালানো হচ্ছে। অমৃত ভারত স্টেশন যোজনা’র অধীনে এই দফায় দেশের ১০৩টি রেল স্টেশনের কাজ হল। তার মধ্যে অন্যতম দক্ষিণ-পূর্ব রেলের অধীনস্থ আদ্রা জয়চণ্ডী পাহাড় রেল স্টেশন। ইতিমধ্যেই এই রেলস্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


  নবনির্মিত জয়চণ্ডী পাহাড় স্টেশনে চালু হয়েছে একাধিক আধুনিক সুবিধা লিফট, নতুনভাবে নির্মিত ও সজ্জিত স্টেশন চত্বর, বিশ্রামাগার, ডরমিটরি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ওয়েটিং রুম এবং অনিন্দ্য সুন্দর গ্রানাইটে নির্মিত প্ল্যাটফর্ম। এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন অমৃত ভারতীয় স্টেশনের প্রস্তাব দিয়েছিলেন সেই সময় আমরা পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় স্টেশনকে বেছে নিয়েছিলাম। জয়চন্ডী পাহাড় জেল একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। তাই বহু পর্যটক এই স্টেশনে আসেন। তাদের কথা চিন্তা করে এই স্টেশনের উন্নতি সাধনে বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এই স্টেশনকে আধুনিকীকরণ করা হয়েছে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.