বিজেপি নেতা আটক - শুক্রবার সন্ধ্যায় বড়বাজার থানা ঘেরাও বিজেপির
শুক্রবার সকাল থেকেই তৈরী হয় উত্তেজনা। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাবি ছিঁড়েছে বিজেপি। সেই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছে, শুক্রবার বিকালে এলাকাতেই আক্রান্ত হন কুশল পাণ্ডে। তাঁর ওপর তৃণমূলের কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। সেই অভিযোগই বড়বাজার থানায় করতে আসেন কুশল পাণ্ডে। আর তার প্রতিবাদে থানার বাইরে বিপুল সংখ্যক বিজেপি সমর্থকের। নেতৃত্বে বিজেপি নেতা সজল ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে বড়বাজার থানার বাইরে উত্তেজনা তৈরি হয়েছে। পাল্টা বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছে, শুক্রবার বিকালে এলাকাতেই আক্রান্ত হন কুশল পাণ্ডে। তাঁর ওপর তৃণমূলের কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। সেই অভিযোগই বড়বাজার থানায় করতে আসেন কুশল পাণ্ডে।
অভিযোগ, পুলিশ পাল্টা কুশলকেই থানায় পাঁচ ঘণ্টা বসিয়ে রাখে। ধীরে ধীরে থানার বাইরে জমতে থাকে বিজেপি সমর্থকদের ভিড়। পরে খবর পেয়ে বড়বাজার থানায় চলে আসেন বিজেপি নেতা সজল ঘোষ ও নেত্রী মীনা দেবী। সজল বলেন, “কুশলদের একটা অ্যাক্টিভ রোল ছিল চাকরিহারা শিক্ষকদের প্রতি। তাঁরা চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছিলেন। আসল রাগ সেখানেই। বাংলায় যাঁরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তাঁদেরকে হয়রানি করা হচ্ছে। যে আক্রান্ত, যে নিজেই অভিযোগ জানাতে এসেছিল, ওকেই আটক করল। ও তো চোর-ডাকাত নয়, পুলিশের পোশাক পরে তো তোলা তোলেনি। ওর একটাই দোষ, ও বিজেপি।”