Type Here to Get Search Results !

পোশাকের ক্ষেত্রে X বা XL ইত্যাদি বলতে আমরা কি বুঝি

 পোশাকের ক্ষেত্রে X বা XL ইত্যাদি বলতে আমরা কি বুঝি 



  আসলে কিছু কিছু বিষয় আছে যা আমাদের চোখের সামনে প্রতিদিন ঘটে অথচ আমরা কখনও ভেবে দেখি না আদতে তার মানে কী। ঠিক যেমন আপনিও নিশ্চই জামা কাপড় কিনতে গিয়ে লক্ষ্য করে থাকবেন প্রত্যেক জামার একটা নির্দিষ্ট সাইজ থাকে। আর সেই সাইজ মিলিয়েই আমরা জামা বা শার্ট কিনে থাকি। পরনের জামা-কাপড় কিনতে গেলে আমরা সাইজের জন্য প্রায়শই 'এক্সএল', 'এক্সএক্সএল' বা 'ডাবলএক্স এল' এর মতো শব্দ ব্যবহার করি। সেলসম্যানদের সাইজ মিলিয়ে খুঁজে দিতে বলি জামা বা শার্ট। জামার সাইজের ক্ষেত্রে এই L বা M অথবা S অক্ষর মূলত বড়, মাঝারি ও ছোট সাইজ অর্থাৎ 'লার্জ', 'মিডিয়াম' ও 'স্মল' বোঝায়। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে এই সাইজের ক্ষেত্রে X শব্দের মানে আদৌ কী?


  প্রকৃতপক্ষে, 'X' মানে হল অতিরিক্ত। অর্থাৎ সাইজের ক্ষেত্রে এই XL মানে Extra Large এবং XXL শব্দের অর্থ হল আসলে Extra Extra Large। সাধারণত একটি XL আকারের শার্ট ৪২ ইঞ্চি থেকে ৪৪ ইঞ্চির মধ্যে সাইজ পরিমাপ করে। একইভাবে, XXL শার্ট বা পোশাকের ক্ষেত্রে, আকার সাধারণত ৪৪ ইঞ্চি থেকে ৪৬ ইঞ্চির মধ্যে হয়। একইভাবে, S মানে ছোট, XS মানে Extra Small, এবং M মানে Medium। এটি পুরুষ এবং মহিলা উভয়েরই সমস্ত পোশাকের জন্য কোড হিসেবে ব্যবহার করা হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.