Type Here to Get Search Results !

বিশ্বের পারমানবিক অস্ত্রের তালিকা - একটি প্রতিবেদন

 অন্তর্জাতিক 


বিশ্বের পারমানবিক অস্ত্রের তালিকা - একটি প্রতিবেদন 



  দ্বিতীয় মহযুদ্ধের পরে প্রতিযোগিতা করে বিশ্বে বেড়ে ছেলেছে পারমানবিক অস্ত্র। এতদিন সেই মারণ অস্ত্র সীমাবদ্ধ ছিল প্রধানত রাশিয়া ও আমেরিকার হাতে। কিন্তু যুদ্ধের সম্ভাবনা যত বাড়ছে, ততই পারমানবিক অস্ত্রে সজ্জিত দেশের তালিকা বেড়ে এখন তা ৯ এ দাঁড়িয়েচ্ছে। অর্থাৎ বিশ্বের ৯টি দেশের হাতে আছে পারমানবিক অস্ত্র। 


  একদিকে ইউক্রেন-রাশিয়া ও অন্যদিকে ভারত-পাক যুদ্ধের পটভূমিতে আবার সেই প্রশ্ন সামনে এসেছে যে জাপানের হিরোসীমা, নাগাসাকির পরে দ্বিতীয়বার কি আবার পারমানবিক অস্ত্র ব্যবহার হতে পারে? এখানেই বলা হচ্ছে এখন আর শুধু রাশিয়া ও আমেরিকা নয় বিশ্বের বহু দেশের হাতে আছে পারমানবিক বোমা। অবশ্য তার অধিকাংশটাই রাশিয়া ও আমেরিকার হাতে। কোন দেশের হাতে কত পারমানবিক বোমা আছে এক ঝালকে তা দেখে নেওয়া যাক -


  প্রথম

রাশিয়া: 5,449টি পারমাণবিক অস্ত্র


দ্বিতীয়

আমেরিকা: 5,277টি পারমাণবিক অস্ত্র


তৃতীয়

চিন: মাত্র 600টি পারমাণবিক অস্ত্র


চতুর্থ

ফ্রান্স: 290টি পারমাণবিক অস্ত্র


পঞ্চম

ইউকে: 225টি পারমাণবিক অস্ত্র


ষষ্ঠ

ভারত: 180টি পারমাণবিক অস্ত্র


সপ্তম

পাকিস্তান: 170টি পারমাণবিক অস্ত্র


অষ্টম

ইজ়রায়েল: 90টি পারমাণবিক অস্ত্র


নবম

উত্তর কোরিয়া: 50টি পারমাণবিক অস্ত্র


  উল্লেখ্য, উপররিউক্ত দেশগুলি ছাড়াও ইতালির কাছে 35টি, জার্মানির কাছে 15টি, নেদারল্যান্ডসের কাছে 15টি, তুরস্কের কাছে 20টি ও বেলজিয়ামের কাছে 15টি পারমাণবিক অস্ত্র রয়েছে। ফেডারেশন অফ আমেরিকান সাইন্টিস্ট বা FAS-এর রিপোর্ট অনুযায়ী, ইতালি সহ এই পাঁচ দেশের কাছে থাকা পারমাণবিক অস্ত্র গুলি সবই আমেরিকার। 


  অতএব বোঝাই যাচ্ছে, গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে কয়েক হাজার পারমানবিক অস্ত্র - যার সিকিভাগ ব্যবহার হলেই হয়তো বিশ্ব প্রাণীশূন্য হয়ে যাবে। তাই পরমাণু অস্ত্র ব্যবহারের কথা যেন কোনো যুদ্ধপ্রেমী দেশও চিন্তা না করে - এটাই মানবতার বাণী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.