আজকের দিন কেমন যাবে আপনার? জেনে নিন ১৭ জুনের রাশিফল—প্রেম, পেশা না কি সমস্যা, কী আছে আপনার ভাগ্যে?
পৃথিবীর ঘূর্ণনে বদলায় দিন, আর দিনের সঙ্গে সঙ্গে বদলায় আপনার ভাগ্যের অবস্থানও। আজ ১৭ জুন, মঙ্গলবার—গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী কোন রাশির জীবনে কী পরিবর্তন আসতে চলেছে? কে পাবেন প্রেমের সুখবর, আর কার জীবনে আসবে সতর্কবার্তা? দেখে নিন আজকের ভবিষ্যদ্বাণী—
মেষ (Aries)
আজ কর্মক্ষেত্রে চাপ বাড়বে। ধৈর্য ধরে কাজ করুন, ফল ভালো পাবেন। সম্পর্কেও সংযম দরকার।
বৃষ (Taurus)
আজ কারও সঙ্গে অর্থনৈতিক আলোচনা ফলপ্রসূ হতে পারে। পুরনো কোনও ভুলের মীমাংসা হবে।
মিথুন (Gemini)
বন্ধু বা সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। মন খুলে কথা বললে সমাধান হবে।
কর্কট (Cancer)
আজ মানসিক চাপ একটু বাড়তে পারে। পরিবারে শান্তি বজায় রাখুন। আর্থিক খাতে খরচ নিয়ন্ত্রণে রাখুন।
সিংহ (Leo)
দিনটি আপনার জন্য শুভ। নতুন কাজের সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রেও সুখবর।
কন্যা (Virgo)
কাজে মনোযোগ বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। আজ কারও ওপর ভরসা করতে গেলে সাবধানতা দরকার।
তুলা (Libra)
আজ কোনও পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। চিন্তা করবেন না, ধৈর্যে সামলে নেবেন।
বৃশ্চিক (Scorpio)
আজ প্রেমের ক্ষেত্রে নতুন রঙ লাগতে পারে। সৃজনশীল কাজে সাফল্য আসবে। ছোট খরচে লাভ।
ধনু (Sagittarius)
ভ্রমণের পরিকল্পনা সফল হবে। চাকরিতে উন্নতি সম্ভব। তবে পরিবারের কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে।
মকর (Capricorn)
আজ আপনার সিদ্ধান্তই আপনাকে এগিয়ে দেবে। উপার্জনের নতুন পথ খুলতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখুন।
কুম্ভ (Aquarius)
কোনও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। তবে সাহসিকতা ও সততা আপনাকে সাফল্য এনে দেবে।
মীন (Pisces)
ছোট খুশি বড় আনন্দে রূপ নিতে পারে। পড়াশোনার ক্ষেত্র শুভ। সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন।
শুভ রং: সবুজ, বেগুনি
শুভ সংখ্যা: ৫ ও ৯