কেরালায় এক প্রাথমিক স্কুলের বারান্দায় হস্তিশাবক
ভাইরাল হয়েছে এই আশ্চর্য ভিডিওটি। হাতির বাচ্চা দুটিকে দেখে প্রথমে মনে হয়েছে ওরা যেন স্কুলে পড়তে এসেছে। তবে বেশি সময় তারা সেখানে থাকে নি। জানা গিয়েছে, ভাইরাল ভিডিওটি কেরলের। সেরাজ্যের ওয়ানড়ের একটি সরকারি প্রাথমিক স্কুলের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গুটিগুটি পায়ে স্কুলের বারান্দায় উঠে পড়েছে হাতির ছানা। গদাইলস্করি চালে বারান্দা ধরে এগিয়েও যায় দিব্যি। একটি দরজা খোলা পেয়ে সেখানে উঁকিও দেয়। তবে শেষ পর্যন্ত বোধহয় স্কুল পছন্দ হয়নি। তাই ফিরে চলে আসে।
স্কুলের বারান্দায় হাতি হেঁটে বেড়াচ্ছে, সেই দৃশ্য দেখে অবশ্য পড়ুয়ারা বেশ ভয় পেয়ে গিয়েছে। চোখ বড় বড় করে তারা দেখেছে, স্কুলের বারান্দায় হাতি ঘুরছে। তবে বেশ খানিকক্ষণ স্কুল চত্বর ঘুরে দেখার পর হস্তিশাবকটি চলে যায়। সেই ভিডিও দেখে নেটিজেনদের একাংশের রসিক প্রশ্ন, ‘ও মনে হয় স্কুলে ভর্তি হতে চায়, তাই ঘুরে দেখে গেল।’ আবার কেউ বা বলছেন, ‘ওই স্কুলের পড়ুয়া ছিল, এখন টিসি নিতে স্কুলে এসেছে।’ আবার অনেকে বলছেন, ‘হোমওয়ার্ক না করার দরুণ শাস্তি পেয়েছে ওই হস্তিশাবক।’