Type Here to Get Search Results !

কোনো শীর্ষক নেই



রাশিয়া ভারত আরো কাছাকাছি - আমেরিকাকে বার্তা দিলো ভারত 



  রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। সেই নিয়েই ভারত ও আমেরিকার সম্পর্ক অনেকটা খারাপ। সেই পরিস্থিতিতেই ভারত স্পষ্ট বার্তা দিলো ট্রাম্পকে। এই অবসরে দীর্ঘদিনের ‘বাণিজ্যবন্ধু’ রাশিয়াকে আরও কাছে টানছে ভারত। বৃহস্পতিবার মস্কোর প্রতি বিদেশমন্ত্রী এস জয়শংকরের বার্তা, আরও মজবুত বাণিজ্য সম্পর্ক গড়তে হবে আমাদের। রুশ সংস্থাগুলিকে ভারতীয় অংশীদারদের সঙ্গে “আরও নিবিড়ভাবে” কাজ করার আহ্বান জানান তিনি। মস্কো সফরে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের পাশে বসে জয়শংকর বলেন, “আরও বেশি কাজ করা এবং অন্য রকম কাজ করা আমাদের মন্ত্র হওয়া উচিত।” 


  আরো স্পষ্ট ভাষায় তিনি বলেন, “শুল্ক এবং অন্য বাধার অপরাসণে সরবরাহ সহজ করতে হবে। আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর, উত্তর সমুদ্রপথ এবং চেন্নাই-ভ্লাদিভোস্তক করিডোরের মাধ্যমে যোগাযোগ বাড়াতে হবে। পাশাপাশি উভয় সংস্থাগুলির আর্থিক বিনিময় মসৃণ করতে হবে।” বিদেশমন্ত্রী নিশ্চিত করেছেন যে সাম্প্রতিক বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) শর্তাবলী চূড়ান্ত করেছে মস্কো। এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বর্ণনা করেন জয়শংকর। এদিকে ট্রাম্পের চোখরাঙানি সামাল দিতে ভারতের প্রতি উদার ‘বন্ধু’ পুতিন, তেলে আরও বেশি ছাড় দিচ্ছে রাশিয়া! উল্লেখ্য, গত মাসে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট। তারপর রুশ তেল আমদানির ‘অপরাধে’ আরও ২৫ শতাংশ শুল্ক চাপে ভারতের উপর। এহেন পরিস্থিতিতে বুধবার জানা যায়, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য রাশিয়াকে বিপুল পরিমাণ তেলের বরাত দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.