Type Here to Get Search Results !

মোদীর অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে অভিমানে বেঙ্গালুরু ছুটলেন দিলীপ ঘোষ

 মোদীর অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে অভিমানে বেঙ্গালুরু ছুটলেন দিলীপ ঘোষ 



  বার বার বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলের অনুষ্ঠানে ব্রাত্য থাকছেন। এবারও উপেক্ষিত হলো দিলীপ ঘোষ। শুক্রবার দমদমে ফের নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ পেলেন না তিনি। আর তারপরেই নিয়ে নিলেন বড় সিদ্ধান্ত । শুক্রবার সকালের বিমানেই বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আপনি কোথায় যাচ্ছেন? প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ''আমি বেঙ্গালুরু যাচ্ছি রবিশঙ্কর প্রসাদের সঙ্গে দেখা করতে। একটা মিটিং পেন্ডিং ছিল। ওরা চিঠি দিয়ে দেখা করতে বলেছে। কাল ফিরব।'' আজ শহরে নরেন্দ্র মোদি আসছেন। দিলীপের জবাব, ''আজকেই মিটিংয়ে ডেট। উনি চিঠি দিয়ে কনফার্ম করেছেন। আমার আজ কলকাতায় কোনও কাজ নেই।''


  এক সাংবাদিক প্রশ্ন করেন, দিলীপ ঘোষের এত অভিমান কেন? তাঁর স্পষ্ট জবাব, ''দিলীপ ঘোষ কোনও দিন অভিমান করেনি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছি। লোকের অভিমান ভাঙিয়েছি।'' আপনার দলের প্রতি অবদান কি ভুলে যাওয়া হচ্ছে? এবার দিলীপের জবাব, ''প্রধানমন্ত্রী কী বুঝবেন, সেটা প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিন। আমার মতো হাজার হাজার কর্মী পার্টিতে আছেন। পার্টি তাদের নিয়ে ভাবে। যোগ্য মনে করলে তাদের কাজ দেয়। পার্টিতে আমার কোনও কাজ নেই। প্রধানমন্ত্রী আসছেন। ভাষণ দেবেন। সে তো আমি মোবাইলে শুনে নিতে পারি। উনি তো আসতেই থাকবেন। ভাষণ শোনা তো কোনও কাজ নয়। অন্য কাজ যখন পার্টি দেবে, সেই কাজে লেগে যাবো।''





Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.